রংপুর নগরীতে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু

প্রকাশ : ১৬ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর নগরীর ৪নং ওয়ার্ডে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু হয়েছে। ওয়ার্ডবাসিকে স্বাস্থ্যসেবা দেয়ার লক্ষ্যে এবং নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্যক্তিগত উদ্যোগে এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী হারাধন রায় হারা।

গত শনিবার সন্ধ্যায় প্রধান অতিথি থেকে ফিতা কেটে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। এর আগে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু উপলক্ষ্যে ৪নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাফেজ মো. তাওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিটি মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। স্বাগত বক্তব্য দেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী হারাধন রায় হারা।

বিশেষ অতিথি ছিলেন সাবেক প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাহামুদুর রহমান টিটু, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন অর রশিদ, বিশিষ্ট ঠিকাদার মো. হারুন অর রশিদ ও যুব নেতা কামরুজ্জামান শাহীন। এ সময় বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক মো. সিরাজুল ইসলাম ও মো. আলতাফ মাহামুদ প্রমুখ।