ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

রংপুরে এতিমদের মধ্যে খাবার বিতরণ

রংপুরে এতিমদের মধ্যে খাবার বিতরণ

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রংপুরের মিঠাপুকুরে শতাধিক এতিম ও দুস্থ মানুষের মাঝে খাবারসামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মণ্ডল মওলা।

গতকাল বুধবার বিকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঢোলার বাজার এলাকায় তিনটি এতিম মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় অসহায় দুস্থ মানুষের মাঝে খাবারসামগ্রী বিতরণ করেন তিনি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান জুয়েল, মিলনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পুতুল চন্দ্র রায়, ১০নং ইউনিয়ন বালুয়া মাছুমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লোটাস পাইকাসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতারা। এদিকে সকালে নগরীর বাবুপাড়াস মেঘনা পেট্রোলিয়াম সংলগ্ন রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত