ঢাকা ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ভুয়া আইডি খুলে আপত্তিকর স্ট্যাটাস যুবকের ৫ বছরের দণ্ড

ভুয়া আইডি খুলে আপত্তিকর স্ট্যাটাস যুবকের ৫ বছরের দণ্ড

চিকিৎসক ভাই ও তার সংবাদ পাঠিকা বোনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত। পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল বুধবার দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাশেদুস সালেকিন ওরফে রুবেল (৩৩) রাজশাহী নগরীর রাজপাড়া থানার নতুন বিলসিমলা এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি রুবেল আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় কোর্ট পুলিশ। রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট ইসমত আরা বেগম গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত