ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পরমাণু শক্তি কমিশন

ড. এমএ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

ড. এমএ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান মরহুম ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই মন্ত্রণালয়ের সম্মানীত সিনিয়র সচিব জিয়াউল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. অশোক কুমার পাল। প্রধান অতিথি স্থপতি ইয়াফেস ওসমান মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার বর্ণাঢ্য জীবনের ওপর আলোকপাত করতে গিয়ে বলেন, ড. ওয়াজেদ মিয়া ছিলেন একজন সাদাসিধে, নির্লোভ, একনিষ্ঠ দেশপ্রেমিক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী। বিজ্ঞানের উন্নয়ন ছাড়া দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়- এ বিশ্বাস নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ড. ওয়াজেদ বিজ্ঞান উন্নয়নের জন্য আজীবন চেষ্টা চালিয়ে গেছেন। তার অক্লান্ত প্রচেষ্টার ফলেই আজ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যাপক উন্নয়ন ও গবেষণার দ্বার প্রসারিত হয়েছে। তিনি ড. ওয়াজেদ মিয়ার মেধা, মনন ও সৃজনশীলতা থেকে শিক্ষা নিয়ে বিজ্ঞানীদের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে আলোচনা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেখা রানী বালো, বায়েরার চেয়ারম্যান, বাপশকের সদস্যরা। আলোচনায় রাজনীতিতে প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি সে দিক এগিয়ে আসেননি বরং বিজ্ঞানচর্চা ও বিজ্ঞান উন্নয়নেই তিনি ব্রতী হন বলে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনার মাধ্যমে মরহুম ড. ওয়াজেদ মিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয়। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত