ঢাকা ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

রংপুরে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

রংপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেম ওলামাদের নিয়ে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে কর্মশালা ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলমের সঞ্চালনায় ও পরিচালক মো. শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ইফতে খায়ের আলম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান, রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি ইমাদ মিয়া। কর্মশালায় মূখ্য আলোচক ছিলেন রংপুর কেরামতিয়া মসজিদের খতিব ও জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মো. বায়েজিদ হোসাইন।

এদিকে কর্মশালা ও ইমাম সম্মেলনে জেলার আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের সব সুপারভাইজার, মডেল মসজিদের ইমামসহ মহানগর এবং সব উপজেলার প্রায় ১৮০ জন ইমাম, খতিব ও আলেম ওলামারা উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত সব ইমামের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে জেলা পর্যায়ে তিনজন শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত