মূল্যবোধের অবক্ষয় রোধে ইসলামী প্রকাশনার ভূমিকা শীর্ষক সেমিনার

প্রকাশ : ১৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ইসলামিক ফাউন্ডেশনের ইসলামী পুস্তক প্রকাশনা কার্যক্রম প্রকল্পের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আগারগাঁও প্রধান কার্যালয়ের সভাকক্ষে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় রোধে ইসলামী প্রকাশনার ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক মো. হাফেজ আহমেদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, ইসলামী লেখক, চিন্তাবিদ, শিক্ষক ও গবেষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।