পাঁচ দফা দাবিতে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

প্রকাশ : ২২ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন রংপুরের নেতারা। গতাকল রোববার বিকালে তারা এ সংবাদ সম্মেলন করেন। আগামী ৩০ মে’র মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ৩১ মে রংপুরে মানববন্ধনের ঘোষণা দেন তারা।

রংপুর প্রেসক্লাব ভবনের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আশরাফুল ইসলাম বলেন, দেশে ৩৭২টি বেসরকারি নার্সিং কলেজ পরিচালিত হচ্ছে। এর মধ্যে দুজনের নামেই নিবন্ধন হয়েছে ৫৯টি প্রতিষ্ঠানের।

নার্সিং কলেজের নীতিমালা অনুযায়ী কমপক্ষে ১০০ শয্যার জেনারেল হাসপাতাল থাকতে হবে অথবা ১০০ শয্যা জেনারেল হাসপাতালের আইনগত চুক্তিভিত্তিক পার্টনারশিপ থাকতে হবে। কিন্তু অনেকের তা নেই। অথচ বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ৮০ শতাংশ প্রতিষ্ঠানের কিছুই নেই। তারা শুধুমাত্র সার্টিফিকেট বিক্রি করে আসছে।