রংপুরে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশ : ২২ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুুষ্ঠিত হয়েছে। গত শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এফএম আহসানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র জেলা ও দায়রা জজ শহীদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর বার কাউন্সিলের সভাপতি আব্দুল মালেক ও সাধারণ সম্পাদক আব্দুল হক প্রামানিক প্রমুখ। এছাড়া বিচারক ও প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা সবাই দেশের জন্য কাজ করি। যে কোনো কঠিন কাজ যৌথভাবে করলে সহজ হয়ে যায়। বিচার বিভাগ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে, একই সঙ্গে প্রশাসন বিচার বিভাগের দেয়া কাজগুলো সঠিকভাবে পালন করতে পারলে, সব কার্যক্রম পরিচালনা করা সম্ভব হতো। তাহলে কোনো জটিলতা থাকত না।