সিলেটে কমেছে ব্রয়লার মুরগির দাম, বেড়েছে মাছ-মাংসের

প্রকাশ : ২৩ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সিলেটে সপ্তাহের ব্যবধানে বাড়ছে নিত্যপণ্যের দাম। নিয়ন্ত্রণহীন আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, আলু, মাছ-মাংসের বাজার। মাত্রাতিরিক্ত দর বাড়ায় নিম্ন ও মধ্য আয়ের লোকজনের অবস্থা নাজুক। আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন তারা।

বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে ৫-১০ টাকা। তবে ব্রয়লার মুরগির দাম কমেছে। কোথাও কোথাও কেজিতে ব্রয়লারের দাম ৩০ টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহে ২১০-২২০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এক হালি মুরগির ডিম কিনতে খরচ হচ্ছে ৫০ টাকা। এক কেজি গরুর মাংস ৭৫০-৭৭০ টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে ৯৫০-১০০০ টাকায়।

বাজারে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। ছোট সাইজের চিংড়ি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকা করে। দেশি টেংরা ৬০০-৬৫০ টাকা, আদা ৩০০-৩৫০ টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা।

কেজিতে রসুনের দাম কমেছে ৫ টাকা। গত সপ্তাহে রসুন (বড় সাইজ) প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা ও আলুর দাম বেড়েছে ৫ টাকা পর্যন্ত। গত সপ্তাহে প্রতি কেজি আলু ৩৫ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

নগরীর রিকাবিবাজারে মাংস কিনতে আসা শাহ আলম নামে একটি বেসরকারি স্কুলের শিক্ষক গণমাধ্যমকে জানান, বাসায় মেহমান আসবেন। তাই রোস্টের মোরগ ও গরুর মাংস কিনতে এসেছি। মাংস কেনার পর বাজেট অতিক্রম করেছে। তিনি বলেন, যে রোস্টের মোরগ (সোনালি মোরগ) দুই সপ্তাহ আগেও ২২০ টাকা পিস ক্রয় করেছি, সেটি আজ ২৫০ টাকায় কিনতে হয়েছে। লাল মুরগি প্রতি পিস ৬৫০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া ৭০০ টাকার গরুর মাংস এখন ৭৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০-৭০০ টাকায়।

নগরীর মদিনা মার্কেট এলাকায় নিত্যপণ্য কিনতে আসা আবিদ মিয়া নামে এক মাইক্রোচালক গণমাধ্যমকে জানান, প্রতিদিন কোনো না কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে শাক-সবজির দামও বাড়ছে। নগরের রিকাবিবাজার, বন্দরবাজার, আম্বরখানা, সুবিদবাজার, মদিনা মার্কেট ও মেডিক্যাল রোডসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, শাক-সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশি। বাজারে টমেটো ৬০ টাকা, করোলা ৬০, বাঁধাকপি ৬০, গাজর ৯০, বরবটি ৫০, চিচিঙা ৫০, ঝিঙা ৬০, বেগুন ৭০ টাকা ও পেঁপে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সোহাগ আহমদ নামে বাজারের এক সবজি বিক্রেতা জানান, এ সপ্তাহে সব ধরনের সবজির দাম বেড়েছে। বেশি দামে পাইকারি বাজার থেকে কেনায় খুচরা বাজারে আমাদের দাম বাড়াতে হয়।

মেডিক্যাল রোডের লিবার্টি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, আলু, পেঁয়াজ, আদা ও ডিমের দাম প্রায় প্রতিদিনই ৪/৫ টাকা করে বাড়ছে। এছাড়া চিনির বাজারও অস্থির। বাজারে এলসির পেঁয়াজের চাহিদা থাকলেও সিলেটের বাজারে তা মিলছে না। তাই দেশি পেঁয়াজের বাজারও চড়া।