রংপুরে সাত ইট ভাটার বিরুদ্ধে মামলা

প্রকাশ : ২৪ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযানে সাতটি ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএসটিআই’র গুণগত মান সনদ গ্রহণ না করে ক্লে-ব্রিকস (ইট) পণ্যের উৎপাদন ও বিক্রয়-বিতরণ অব্যাহত রাখার কারণে ৭ ক্লে-ব্রিকস (ইট) উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর বিরুদ্ধে রংপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলা দায়ের করা হয়।

খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজালরোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের উদ্যোগে চলতি বছরের ৩ এপ্রিল রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইটভাটায় সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।

বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুরের সংশ্লিষ্ট কর্মকর্তা বাদী

হয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রংপুরে নিয়মিত মামলাগুলো দাখিল করেন।

বিএসটিআই বিভাগীয় অফিস রংপুরের অফিস প্রধান উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।