ঢাকা ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সঙ্গে খোকন সেরনিয়াবাতের মতবিনিময়

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সঙ্গে খোকন সেরনিয়াবাতের মতবিনিময়

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাথে মতবিনিময় সভা করেছেন আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। মতবিনিময় সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী সারা দেশে উন্নয়নের যে কর্মযজ্ঞ চালাছেন তা থেকে বরিশালবাসী বঞ্চিত। বিগত ১০ বছরে বরিশালবাসী নানা বঞ্চনার শিকার হয়েছেন। এখানকার মানুষের রয়েছে ট্যাক্সের বিড়ম্বনা। এখানে রাস্তাঘাটের যে রকম রয়েছে খারাপ অবস্থা তেমনি রয়েছে পানি সরবারহে সংকট। এই সংকট থেকে উত্তরণের জন্য জননেত্রী শেখ হাসিনা আমাকে বরিশালের মানুষের জন্য কাজ করতে পাঠিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় ও বরিশাল জেলা- মহানগরের আয়োজনে দুপুর ১২টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি আরো বলেন, মুক্তিযুদ্ধ বারবার হয়। একেক সময় একেক রকম মুক্তিযুদ্ধ হয়। এখন আমাদের সময় বরিশাল সিটি করপোরেশন থেকে সব অনিয়ম দূর করে উন্নয়নের যুদ্ধ করা। বরিশালের মানুষ যেমনিভাবে দীর্ঘদিন নিগৃহীত ছিল আমিও তেমনি ১৫ আগস্টের পরে দুর্বিষহ, নির্বাসিত জীবন কাটিয়েছি। ১৫ আগস্ট আমি আমার চোখের সামনে ভাই বোনকে নিহত হতে দেখেছি। আমি মানুষের কষ্ট, যন্ত্রণা অনুভব করতে পারি। সুযোগ পেলে সততার সাথে বরিশাল নগরীকে পুনর্গঠিত করব। সিটি করপোরেশন চলবে স্বচ্ছতার মধ্য দিয়ে। তাই আগামী ১২ জুন ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনারা সেই সুযোগ সৃষ্টি করে দেবেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বরিশাল জেলা কমিটির যুগ্ম আহবায়ক মেজবাহ উদ্দিন শাহিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত