ঢাকা ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে কর্মশালায় বক্তারা

মৎস্য উৎপাদন ২৭ ভাগ বৃদ্ধি পেয়েছে

মৎস্য উৎপাদন ২৭ ভাগ বৃদ্ধি পেয়েছে

বরিশালে এক কর্মশালায় বক্তারা বলেছেন, একোয়াকাল এন্ড নিউট্রিশন এক্টিভিটি প্রকল্পের মাধ্যমে ২৩ জেলার ৩ লাখ ৮৫ হাজার মৎস্যচাষি সুবিধা পেয়েছে। যার কারণে মৎস্যচাষিদের উৎপাদন ২৭ ভাগ বৃদ্ধি পেয়েছে। এ অর্জনের জন্য অংশীদারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অপরিসীম। গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ডফিশ-এর সিনার্জিস্টিক পার্টনারশিপ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। হোটেল গ্রান্ড পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করে ফিড দি ফিউচার বাংলাদেশ। ইউএসএআইডি-এর অর্থায়নে ও ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এ প্রকল্পে অংশীদারদের নিয়ে এই কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। এই প্রকল্পের প্রধান ড. মঞ্জুরুল করিমের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কর্মশালাটি শুরু হয়। দিনব্যাপী এ কর্মশালায় প্রাইভেট সেক্টর আফতাব ফিড, পদ্মা ফিড, মেগা ফিড, পেট্রোকেম, এসকেএফ, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংকসহ, মৎস্য বাংলা হ্যাচারি, হারুন মৎস্য হ্যাচারিসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এছাড়া বেসরকারি সংস্থা সুশীলন ও কোস্ট ফাউন্ডেশনও এতে অংশগ্রহণ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত