ঢাকা ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে আইনজীবীদের দুই দিনের প্রশিক্ষণ

রংপুরে আইনজীবীদের দুই দিনের প্রশিক্ষণ

রংপুরে শিশু আইন ২০১৩ শীর্ষক দুই দিনের লিগ্যাল এইড আইনজীবীদের প্রশিক্ষণ গতকাল শুক্রবার সকালে স্থানীয় চিফ জডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপ-পরিচালক মো. হাবিবুর রহমান ও আইন ও বিচার বিভাগের এসসিজেমসসিপিবি প্রজেক্টের প্রোগ্রাম অফিসার (জেফরসি) সাইদুল ইসলাম। প্রথম দিনে শিশু বিচার ব্যবস্থা ও ফৌজদারি বিচার ব্যবস্থার মধ্যে পার্থক্য, শিশু আইন-২০১৩ এর সারসংক্ষেপ, আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু এবং থানা কর্তৃক গৃহীত ব্যবস্থা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষক ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শহীদুল ইসলাম, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এফএম আহসানুল হক ও এসসিজেমসসিপিবি প্রজেক্টের প্রোগ্রাম অফিসার (জেফরসি) সাইদুল ইসলাম। আজ সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের মতো প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণে ৩০ জন লিগ্যাল এইড আইনজীবী অংশ নিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত