খুলনা সিটি নির্বাচন

প্রতীক পেলেন চার মেয়র প্রার্থী

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে চার মেয়র প্রার্থীকে প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার মো. আলাউদ্দীন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেককে নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল আউয়ালকে হাতপাখা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এসএম শফিকুল ইসলাম মধুকে লাঙল ও জাকের পার্টি মনোনীত প্রার্থী এসএম সাব্বির হোসেনকে গোলাপফুল প্রতীক তুলে দেয়া হয়।

এদিন বেলা ১১টা থেকে নগরীর ৩১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ শুরু হয়। এবার ৩১টি ওয়ার্ডে ১৩৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, আমরা একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে চাই। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরির পূর্বশর্ত আচরণবিধি প্রতিপালন। সবাইকে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি। প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ২৮-৩১ মে নগরীর ৩১টি ওয়ার্ডে সরাসরি ইভিএম নিয়ে যাব, বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটারদের প্রশিক্ষণ দেয়া হবে। ৩০ মে শিল্পকলা একাডেমিতে প্রধান নির্বাচন কমিশনার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। সবাইকে মতামত তুলে ধরার আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, এবারের সিটি নির্বাচনে ৩১টি ওয়ার্ডে ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।