বরিশালে অধ্যক্ষের বাসায় দুর্ধর্ষ চুরি

প্রকাশ : ২৭ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বরিশালের আনসার উদ্দিন মল্লিক কলেজের অধ্যক্ষ এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ইতিহাস বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মুহাম্মদ ইউনুস আলী মিয়ার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা মোটরসাইকেল, স্বর্ণালংকারসহ অর্ধ লাখেরও বেশি নগদ অর্থ হাতিয়ে নিয়েছে চোরচক্র। গতকাল শুক্রবার ভোররাতের কোনো এক সময় নগরের ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি প্রফেসর গলির ওই বাসার বেডরুমের জানালার গ্রিল কেটে এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাসিন্দারা। ভুক্তভোগী অধ্যক্ষ মুহাম্মদ ইউনুস আলী মিয়া জানান, রাতে বাসায় তিনি, তার বড় মেয়ে ও নাতনিরা ছিলেন। নাতনিদের রাতে ভয় করে বিধায় তারা সবাই এক রুমেই ঘুমান। তিনি বলেন, রাত ৩টার পর অল্প কিছু সময় ঘুমিয়ে রাত সোয়া ৪টার দিকে টয়লেটে যাওয়ার জন্য বিছানা থেকে উঠি। রুম থেকে বের হতেই পাশের রুমের আলমারি খোলা এবং মালামাল এলোমেলো অবস্থায় খাটের ওপর দেখতে পাই। তখন চুরির বিষয়টি বুঝতে পেরে সবাইকে ঘুম থেকে জাগাই। এ সময় দেখতে পাই, আমার শোবার ঘরের জানালার গ্রিল কাটা এবং ঘরের প্রধান দরজা বাইরে থেকে আটকানো। আর পুরো ঘর তল্লাশি করে বাসার সামনের ড্রইং রুমে থাকা মেয়ে জামাইয়ের মোটরসাইকেলটিও খুঁজে পাইনি। পরে স্বজন ও স্থানীয়দের মাধ্যমে সেই দরজা খোলা হয় এবং থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। মুহাম্মদ ইউনুস আলী মিয়ার বড় মেয়ে শিক্ষিকা রোকসানা কলি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি যে, চোরচক্র জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। হয়তো বিষয়টি দেখতে বা বুঝতে পারলে চুরির সঙ্গে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারতো। মূল্যবান মালামাল চুরি গেলেও আল্লাহ প্রাণে রক্ষা করেছেন- এটাকেই এখন বড় বিষয় হিসেবে দেখছি।