বেরোবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ : ২৮ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (বাণিজ্য বিভাগ) সি ইউনিটের ভর্তি পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়েছে। গতকাল শনিবার বেরোবি রংপুর কেন্দ্রে সি ইউনিটে ২ হাজার ২৫৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ তার সঙ্গে ছিলেন। আগামী ৩ জুন এ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) গুচ্ছ পদ্ধতিতে ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সারা দেশে একই সময়ে অনুষ্ঠিত হবে।