ঢাকা ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বরিশাল সিটি নির্বাচনে বিএনপির ১৬ নেতানেত্রী

বরিশাল সিটি নির্বাচনে বিএনপির ১৬ নেতানেত্রী

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশাল সিটি করপোরেশনের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন করছেন ১৬ জন নেতানেত্রী। এর মধ্যে ৭ জন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। অপর ৯ জনের বিরুদ্ধে ওয়ার্ড বিএনপির পদধারীসহ সাবেক নেতারা রয়েছেন।

মেয়র পদে বরিশাল সিটির সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবীব কামালের ছেলে মো. কামরুল আহসান রুপনও রয়েছেন। তিনি নিজেকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য হিসেবে পরিচয় দিচ্ছেন। নির্বাচনি লিফলেটেও তিনি নিজেকে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী হিসেবে উল্লেখ করেছেন। তবে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির দাবি করেছেন রুপন বিএনপির কেউ নন।

মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত কেউ নির্বাচন করবে না। এ সিদ্বান্ত কঠোরভাবে পালন করা হবে। গাজীপুরেও যে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত