রংপুরে ভূমিসেবা আধুনিকায়নের অগ্রগতি পর্যালোচনা

প্রকাশ : ২৮ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে ভূমিসেবা ও ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে গৃহীত পদক্ষেপগুলোর অগ্রগতি পর্যালোচনা শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। গতকাল শনিবার সকালে রংপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় সচিব, মো. খলিলুর রহমান।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব শশাঙ্ক শেখর ভৌমিক, প্রকল্প পরিচালক, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সদস্য মোজাফফর আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ইব্রাহিম খান। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আবু জাফর, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, উপ-ভূমি সংস্কার কমিশনার আবু জাফর রাশেদ, রংপুর বিভাগের ৮ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।