ঢাকা ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বারডেম আইসিইউ’র উন্নয়নে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের অনুদান

বারডেম আইসিইউ’র উন্নয়নে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের অনুদান

শান্ত-মারিয়াম পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তর তৃতীয় শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বারডেম জেনারেল হাসপাতালকে ‘৬টি ভেন্টিলেটর সিস্টেম’ অনুদান দিল ‘শান্ত-মারিয়াম ফাউন্ডেশন।’ গত ২৭ মে মধ্যাহ্নে বারডেম জেনারেল হাসপাতালের ৮তলা প্রাঙ্গণে সৌহার্দ্যপূর্ণ এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকদের উপস্থিতিতে এই অনুদান প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বারডেম কর্তৃপক্ষ মো. ইমামুল কবীর শান্তর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনস্বরূপ সেখানে একটি শিলালিপি স্থাপন করে।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের পক্ষে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ডা. আহসানুল কবির ও জাতীয় অধ্যাপক ড. একে আজাদ খান উপস্থিত ছিলেন। ডা. আহসানুল কবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের আর্ত মানবতা তথা দেশসেবায় নিবেদিত হওয়ার বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে তার অসম্পন্ন কাজকে এগিয়ে নেয়ার অংশ হিসেবে আর্তমানবতার সেবায় বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম তথা পদক্ষেপের বৃত্তান্ত তুলে ধরেন। ড. আজাদ খান শান্ত-মারিয়াম ফাউন্ডেশন প্রদত্ত অনুদানে বারডেম আইসিইউ উন্নত সেবায় আরো সমৃদ্ধ হলো’ উল্লেখ করে দেশ সেবায় বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তর অবদানের ভূয়সি প্রশংসা করেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত