রংপুরে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

প্রকাশ : ২৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় হতে টাউন হল চত্বর পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ রংপুর জেলা শাখা আহবায়ক, একেএম ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহবায়ক ডা. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এডব্লিউএম রায়হান শাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল মান্নান প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৩ মে ২০২৩ তারিখ ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০তম বছর। ১৯৭৩ সালের ঐ দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেয়া হয়। একাত্তর

সালে এই অবিসংবাদিত নেতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। এর মাত্র দুই বছর পরে বিশ্বশান্তি পরিষদ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ পদকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে।