বরিশালে বিভিন্ন পর্যায়ের নারী নেটওয়ার্ক নিয়ে সভা

প্রকাশ : ২৯ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

বরিশালে বিভিন্ন পর্যায়ের নারী নেটওয়ার্কের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল সদর উপজেলা অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে ও গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অপরাজিতা নারী উন্নয়ন ফোরামের বরিশাল জেলা সভাপতি সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে এ সভা

অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলাবিষয়ক কর্মকর্তা দিলারা খানম, অধ্যাপক শাহ সাজেদা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী, আওয়ামী লীগের শ্যামলী সাহা, কাউন্সিলর কহিনুর বেগম, জাহানারা বেগম স্বপ্না, হাসিনা

বেগম নীলা, রেবেকা সুলতানা, সালমা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপান্তরের ঝুমু কর্মকার। বক্তারা বলেন, নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ২০২৫ সালের মধ্যে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান অপরাজিতা নারী উন্নয়ন ফোরামের নেতারা।