ঢাকা ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাঠ্যপুস্তকে মানবাধিকার বিষয় বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন: ড. কামাল উদ্দিন

পাঠ্যপুস্তকে মানবাধিকার বিষয় বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন: ড. কামাল উদ্দিন

‘শিশুরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। শিশুদের জন্য তাদের উপযোগী করে মানবাধিকারের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এর ফলে তাদের মধ্যে মানবিক গুণাবলী তৈরি হবে। সমাজে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসবে। তাদের পিছিয়েপড়া জনগোষ্ঠী যেমন হিজড়া, প্রতিবন্ধীসহ অন্যদের সম্পর্কে অনেক বেশি জানাতে হবে। তাদের জানাতে হবে আমরা সবাই মানুষ এবং সবার সমান অধিকার রয়েছে।’ গতকাল সকাল ১১টায় সিরডাপ মিলনায়তনে জার্মান সংস্থা নেটজের আয়োজনে “ঊফঁপধঃরহম ঈড়হভষরপঃ ঝবহংরঃরারঃু ধহফ ঐঁসধহ জরমযঃং রহ ঐরময ঝপযড়ড়ষং: এধঢ়ং ধহফ ডধু ঋড়ৎধিৎফ” শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে ইনফরমেশন সুপার হাইওয়েতে সব কিছু উন্মুক্ত। জ্ঞানের বিস্তৃতির কোনো সীমা নেই। আমাদের শিশুদের বোঝাতে হবে এই ইনফরমেশন সুপার হাইওয়েতে কোনটি ভালো আর কোনটি খারাপ। এতে সে খারাপ কিছু গ্রহণ করা থেকে বিরত থাকবে। তাদের মুক্তিযুদ্ধ, সংবিধান সম্পর্কে জানাতে হবে। সেমিনারে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তকে মানবাধিকার সচেতনতার বিষয়টি কীভাবে আছে তা নিয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সোহরাব উদ্দিন মণ্ডল এবং আফসানা বিনতে আমিন। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক এএন রাশেদা, অধ্যাপক ড. সন্তোষ কুমার ঢালী, প্রধান সম্পাদক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, শিল্পী রানী সাহা, প্রভাষক, শিক্ষা গবেষণা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, তপন কুমার দাস, উপ-পরিচালক, গণস্বাক্ষরতা অভিযান। জাতীয় মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত