ঢাকা ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে সেবার মান উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় সভা

রংপুরে সেবার মান উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় সভা

স্থানীয় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নবিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা গতকাল সোমবার দুপুরে রংপুর পুলিশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মোছাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মো. সিরাজুল হক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মমিনুল ইসলাম, সমাজসেবার সুপার ভাইজার আলতাব হোসেন সরকার, গংগাচড়া উপজেলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ডেমোক্রেসি ওয়াচের জেলা কো-অর্ডিনেটর আরফিনা আকতার, অ্যাডভোকেসি নেট ওয়ার্কের কো-অর্ডিনেটর জুলিয়া আখতার চৌধুরী, অপরাজিতা রুনা লায়লা প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় সরকারের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সব পর্যায়ে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কিন্তু বাস্তবতায় আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত নারী-পুরুষ প্রতিনিধিদের মধ্যে অনেক বৈষম্য রয়েছে। আর এই বৈষম্যের কারণেই গণতন্ত্রের সঠিক বিকাশ হচ্ছে না। বৈষম্য দূরীকরণের জন্য আমাদের নারী সমাজের নেতৃত্বের বিকাশ এবং দক্ষতা বৃদ্ধি যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন নারী পুরুষের সচেতনতা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত