ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘বঙ্গবন্ধুর শিক্ষা ও স্বাস্থ্য ভাবনা’ বিষয়ক বক্তৃতা

‘বঙ্গবন্ধুর শিক্ষা ও স্বাস্থ্য ভাবনা’ বিষয়ক বক্তৃতা

বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর শিক্ষা ও স্বাস্থ্য ভাবনা’বিষয়ক বিশেষজ্ঞ বক্তৃতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ। বিশেষজ্ঞ বক্তৃতা করেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। স্বাগত বক্তব্য দেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান। ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় জাদুঘরের সচিব গাজী মো. ওয়ালি-উল-হক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত