রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি, আটক তিন

প্রকাশ : ৩১ মে ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার ‘এ’ ইউনিটের পরীক্ষা চলাকালীন তাদের আটক করা হয়। আটক স্বপন হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। তিনি তানভীর হোসেন নামের এক ভর্তিচ্ছুর হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। অন্যজন হলেন মো. হোসাইন। তাৎক্ষণিকভাবে অপরজনের নাম জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, প্রক্সিকাণ্ডে তিনজনকে আটক করা হয়েছে। বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, প্রক্সি দেয়ায় দুজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।