খুলনা এখন পোস্টারের নগরী

প্রকাশ : ০১ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা প্রতিনিধি

খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ জুন। এ নির্বাচনকে কেন্দ্র করে এরইমধ্যে সিটিতে জমজমাট প্রচারণা শুরু হয়েছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে প্রধান সড়ক থেকে তৃণমূলের জনপদ পর্যন্ত। মাইকের অনবরত প্রচারে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। বিকাল ও সন্ধ্যায় মিছিলে মিছিলে মুখরিত হচ্ছে বিভিন্ন এলাকা।

আমজাদ হোসেন নামে নগরীর গোবরচাকার এক নিবাসী বলেন, নির্বাচনের এখনো বেশ বাকি। কিন্তু এলাকা এরইমধ্যে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। মনে হচ্ছে ভোট পর্যন্ত পোস্টারের কারণে আকাশ দেখা মুশকিল হয়ে পড়বে। আছিয়া আক্তার নামে টুটপাড়ার এক নিবাসী বলেন, এবার আগেভাগেই পোস্টারে ছেয়ে গেছে নগরী। মাইকের প্রচারও বেশ জমজমাট। খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেন, নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার আসবে। আওয়ামী লীগের নিজস্ব ভোট, সমমনা ও সাধারণ ভোটার মিলিয়ে ৬৫ ভাগ হবে। আরো বাড়ানোর জন্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে প্রক্রিয়া চলছে। তালুকদার আব্দুল খালেক আরো বলেন, তরুণ ও আগামী প্রজন্মের জন্য স্মার্ট খুলনা গড়ে তোলা হবে। সেজন্য দরকার নগরবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন। অতীতে সমর্থন পেয়েছি আজও একইভাবে সমর্থন চাই।

তালুকদার আব্দুল খালেক বলেন, আগামীতে পরিকল্পিত পরিচ্ছন্ন পরিবেশবান্ধব খুলনা গড়তে হবে। যত বাধাই আসুক না কেন এই নগরীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সঙ্গে আছেন। খুলনাসহ এই অঞ্চলের সার্বিক উন্নয়নে তিনি আন্তরিক। যে কোনো সমস্যা সমাধানে তিনি সহযোগিতা করবেন।