বিশ্ব তামাক মুক্ত দিবস

রংপুরে মানববন্ধন ও র‌্যালি

প্রকাশ : ০১ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

‘তামাক নয়, খাদ্য ফলান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে আহ্ছানিয়া মিশন ৩০ জেলায় মানববন্ধন ও র‌্যালির আয়োজন করেছে। গতকাল বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের

কার্যালয়ের সামনে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীনের হাতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের উদ্যোগ গ্রহণের দাবিতে স্মারকলিপি তুলে দেন রংপুর আহসানিয়া মিসনের ইনচার্জ মো. সাহাবুল ইসলাম।