ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘আমি বিজয়ী হলে নিরাপদ নগরী গড়ে তুলব’

‘আমি বিজয়ী হলে নিরাপদ নগরী গড়ে তুলব’

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের বিসিসি মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন- ইসলাম সবসময় শান্তির বার্তা দেয়। দলাদলি, দুর্নীতি, ত্রাসের রাজনীতি এবং জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ লোপাট করার শিক্ষা ইসলাম দেয় না। সুতরাং আমরা যেহেতু ইসলামী রাজনীতি করি, সেহেতু আমি মেয়র হিসেবে বিজয়ী হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য অনুযায়ী বরিশালের দল ও মতের মানুষের জন্য বরিশালকে নিরাপদ নগরী হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। মুফতী ফয়জুল করীম বরিশাল সদরের বাসিন্দা হয়ে হঠাৎ সিটিতে ভোট ট্রান্সফার করে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন? গণমাধ্যমকর্মীদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেয়র প্রার্থীদের মধ্যে আমিই বরিশাল সদরের বাসিন্দা। সে হিসেবে এখানে নির্বাচন করার অধিকার সবার থাকলেও আমার প্রায়োরিটি অন্যদের তুলনায় বেশি হবার কথা।

গতকাল শুক্রবার নথুল্লাবাদ সিদ্দীকি জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মসজিদ প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথা বলেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই। গতকাল বিকেলে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বরিশাল ২৪ নং ওয়ার্ড দাবারি বাড়ি এলাকা, ২৫ নং ওয়ার্ড গাউছিয়া সড়ক ও কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড, রজ্জব আলী খান মসজিদ এলাকা, রূপাতলী বাসস্ট্যান্ড এবং ভূঁইয়া বাড়ি জামে মসজিদ এলাকায় গণসংযোগ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত