ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে তিন কিমি রাস্তা পাকাকরণ কাজ শুরু

রংপুরে তিন কিমি রাস্তা পাকাকরণ কাজ শুরু

লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কোভিড-১৯ (এলজিসিআরআরপি) অর্থায়নে ৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে তিন কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ ও ড্রেন নির্মাণ কাজ শুরু করেছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। গত বৃহস্পতিবার নগরীর ১৩নং ওয়ার্ডের প্রাইম হাসপাতাল থেকে সাবেক

কাউন্সিল সাহেদা বেগম বেবির বাড়ি পর্যন্ত ড্রেন ও কাঁচা রাস্তা নির্মাণ এবং ১৪নং ওয়ার্ডের বড়বাড়ী থেকে হিন্দুপাড়া পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। উক্ত কাজ ফিতা কেটে উদ্বোধন করেন রসিক মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন রসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসাদুজ্জামান, উমা কন্সট্রাকশনের স্বত্বাধিকারী ও সংশ্লিষ্ট ঠিকাদার অরূপ দত্ত, প্যানেল মেয়র মো. মাহবুবার রহমান মঞ্জু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহী ফুলু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মমদেল হোসেন ও মহিলা কাউন্সিলর মোসলেমা বেগমসহ স্থানীয় সুধীজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত