ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গ্রে জোন অ্যাক্টিভিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ শীর্ষক সেমিনার

গ্রে জোন অ্যাক্টিভিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ শীর্ষক সেমিনার

সমসাময়িক বিশ্বে শুধু যুদ্ধকালীন সময়ের বাইরে শান্তিকালীন সময়েও একটি দেশ বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হয়ে থাকে। এর মধ্যে শান্তিকালীন সময়ে অর্থনৈতিক ও কূটনৈতিক হীন স্বার্থান্বেষী কার্যক্রম, সাইবার হুমকি, গুজব এবং তথ্য বিভ্রান্তি অন্যতম। এ ধরনের কার্যক্রম কূটনৈতিক পরিবেশ, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তাকে চরমভাবে বিঘ্নিত করতে পারে। শান্তিকালীন সময়ে জাতির জন্য এ ধরনের হুমকি সম্পর্কে আমাদের তরুণ প্রজন্মের সচেতনতা ও জ্ঞান বৃদ্ধি করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ৪-৫ জুন দুই দিনব্যাপী ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ্ ক্লাবে ‘Grey Zone Activities and Challenges for Bangladesh’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়।

গতকাল রোববার উক্ত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান উপস্থিত ছিলেন। তিনি আমন্ত্রিত অতিথি ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে গ্রে জোন অ্যাক্টিভিটিজের ওপর মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অন্যদের মাঝে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন। এছাড়াও, সেমিনারে দুইজন বিদেশি বিশেষজ্ঞ, সেনা, নৌ, বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, আনসারসহ জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট অন্যান্য সরকারী গুরুত্বপূর্ণ সংস্থার কর্মকর্তা ও বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তি এবং রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ সর্বমোট ৪০০ জন অংশগ্রহণ করে।

সেমিনারের আলোচ্য উল্লেখযোগ্য বিষয়গুলো হলো- (ক) সমসাময়িক বিশ্বে শান্তিকালীন সময়ে একটি দেশ তার রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার জন্য যুদ্ধ ব্যতীত যেসব কর্মকাণ্ড পরিচালনা করে তার ধারণা। (খ) জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সাইবার হুমকি ও নিরাপত্তা। (গ) সমসাময়িক বিশ্বের বিভিন্ন প্রকার তথ্যের বিভ্রান্তি এবং গুজবের কুফল প্রতিরোধে রাষ্ট্র ও ব্যক্তির ভূমিকা। (ঘ) অর্থনৈতিক ও কূটনৈতিক হীন স্বার্থান্বেষী কার্যক্রম এবং (ঙ) জাতীয় নিরাপত্তা। উক্ত সেমিনারের উদ্দেশ্যগুলো বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন। আজ সোমবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত