ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘নির্বাচিত হলে গুচ্ছগ্রামবাসীর জীবনমান উন্নয়নে কাজ করব’

‘নির্বাচিত হলে গুচ্ছগ্রামবাসীর জীবনমান উন্নয়নে কাজ করব’

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের বিসিসি মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন বরিশাল সিটিতে গুচ্ছগ্রামগুলোয় হাজার হাজার নাগরিক অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করছেন। আমি নির্বাচিত হলে এসব পিছিয়েপড়া জনগোষ্ঠীর বাসস্থানসহ জীবনমান উন্নয়নে

কাজ করব ইনশাআল্লাহ। গতকাল রোববার বরিশাল নগরীর সাগরদী বাজার ও আমতলা মোড়

এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

হাতপাখার মেয়র পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরো বলেন, নগরীতে বসবাসকারী প্রত্যেক নাগরিকই করপোরেশনের সব সুবিধা পাওয়ার অধিকার রাখে। সে হিসেবে আমরা সবগুলো গুচ্ছগ্রামে জরিপ চালিয়ে প্রয়োজন অনুযায়ী তাদের নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চালাব। শায়খে চরমোনাই রোববার বরিশাল আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে সৌজন্য

সাক্ষাৎ ও নির্বাচনি গণসংযোগ করেন। এ সময় আইনজীবীরা একজন সৎ, যোগ্য ও আলেম

প্রার্থী হিসেবে শায়খে চরমোনাইর পক্ষে কাজ করার আশ্বাস দেন। একই সময়ে আইনজীবীদের অনেকেই শায়খে চরমোনাইর সঙ্গে গণসংযোগে অংশ নেন। এছাড়া বিকালে শায়খে চরমোনাই

বরিশাল নগরীর ৭নং ওয়ার্ড ভাটিখানা, ৩নং ওয়ার্ড কাউনিয়া এবং ৩০নং ওয়ার্ড রেইনট্রিতলা এলাকায় গণসংযোগ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত