ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শীতলক্ষ্যায় আরো চল্লিশ অবৈধ স্থাপনা উচ্ছেদ

শীতলক্ষ্যায় আরো চল্লিশ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী দখলকারী আরো চল্লিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এছাড়া নদী দূষণের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অবৈধ দখলদার থেকে শীতলক্ষ্যা নদী রক্ষা করতে গতকাল সোমবার সকালে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ’র ভ্রাম্যমাণ আদালত।

এ সময় দেখা যায়, নদীর সীমানা পিলারের অভ্যন্তরে অবৈধ স্থাপনার ছড়াছড়ি। নদী দখল করায় পেপার মিলের স্থাপনা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জেটি ও দশটি পাকা বাড়িসহ চল্লিশটি অবৈধ স্থাপনা এস্কাভেটর দিয়ে একে একে গুঁড়িয়ে দেয়া হয়। এছাড়া বর্জ্য ফেলে নদী দূষণের অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইনে হাশেম পেপার মিল ও ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ তাসলিমা আকতার। তিনি জানান, নদী রক্ষায় উচ্ছেদ অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত