বিজ্ঞান জাদুঘর

পরিবেশ দিবসে পাটের ব্যাগ উপহার

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গতকাল সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এক শিশু-কিশোর সমাবেশ, পরিবেশ উদ্বুদ্ধকরণ সভা ও পরিবেশবিষয়ক বিজ্ঞান বক্তৃতার আয়োজন করা হয়। ‘প্লাস্টিক-পলিথিন বর্জন করব, পাটের ব্যাগ ব্যবহার করব’- এ শিরোনামে গতকাল এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিশু-কিশোর শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করে। অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘শিশুরা যেন প্লাস্টিক-পলিথিন ব্যবহারের ক্ষতির দিক সম্পর্কে জানতে পারে, সে বিষয়ে বিজ্ঞানভিত্তিক সচেতনতা তৈরি করতে হবে। সব স্কুল ক্যাম্পাসকে পলিথিন মুক্ত রাখতে হবে। প্লাস্টিকের বোতলে কিংবা পাত্রে খাবার পানি ও খাদ্য দ্রব্য সংরক্ষণ পরিহার করতে হবে। বোতল থেকে সরাসরি পানি খাওয়া বর্জন করতে হবে। বোতল থেকে পানি জগে বা গ্লাসে ঢেলে খাওয়া নিরাপদ। নির্বিচারে প্লাস্টিক-পলিথিন যত্রতত্র ফেলায় কৃষি জমিতে, পুকুরে, জলাশয়ে ও বিস্তীর্ণ জনপদে মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে যাচ্ছে, যা’ ক্যান্সার রোগের ঝুঁকি তৈরি করছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যাপক শিক্ষামূলক কর্মসূচি দিয়ে প্লাস্টিক-পলিথিনবিরোধী চেতনা তৈরি করতে হবে।’

এ উপলক্ষ্যে বিজ্ঞান জাদুঘর থেকে শিক্ষার্থীদের হাতে পাটের তৈরি দৃষ্টিনন্দন ব্যাগ উপহার দেয়া হয় এবং পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করতে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপহার পাওয়া পাটের ব্যাগ নিয়ে শিক্ষার্থীরা শপথবাক্য উচ্চারণ করে- ‘প্লাস্টিক-পলিথিন বর্জন করব, পাটের ব্যাগ ব্যবহার করব, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করব, বাংলাদেশকে দূষণমুক্ত রাখব’। জাতীয় বিজ্ঞান যাদুঘরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।