ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

৩৫ দফা ইশতেহার ঘোষণা নৌকার মেয়র প্রার্থীর

৩৫ দফা ইশতেহার ঘোষণা নৌকার মেয়র প্রার্থীর

৩৫ দফা ইশতেহার ঘোষণা করেছেন নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত। গতকাল বুধবার দুপুরে নগরীর একটি হলে ইশতেহার ঘোষণা করেন তিনি। আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত কাঠামোগত উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সেবার মান বৃদ্ধি, সহনশীল হোল্ডিং কর নির্ধারণ, স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসনের ৩৫টি বিষয় উল্লেখ করেন।

ইশতেহারে তিনি বলেন, বরিশাল নগরীর উন্নয়নে নগর পরিকল্পনাবিদ, স্থপতিসহ অন্যান্য বিশেষজ্ঞদের সম্মন্বিত পরামর্শ ও দিকনির্দেশনায় মহা-পরিকল্পনা গ্রহণ করে একটি উন্নত জনবান্ধব বরিশাল নগর গড়ব। অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স পুনঃমূল্যায়ন করে করব্যবস্থায় শৃঙ্খলা আনায়ন এবং ট্রেড লাইসেন্স প্রদান সহজীকরণ করে অনলাইন সেবা চালু করব। এছাড়া বাড়ির প্ল্যান অনুমোদনে সহনীয় ব্যয় নির্ধারণ, হয়রানি ও ভীতিমুক্ত করা হবে।

নগরীর জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থা সংস্কারসহ নতুন ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করব। পাশাপাশি খাল খনন, নগরীর বর্ধিত এলাকায় পানি ও বিদ্যুতের সমস্য সমাধান, নতুন রাস্তা নির্মাণ, অনলাইন ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থায় শৃঙ্খলা আনা হবে। প্রতিটি ওয়ার্ডের ময়লা আবর্জনা যথাসময়ে অপসারণ ও পচনশীল বর্জ্য সংগ্রহ করে জৈব সার, বায়োগ্যাস উৎপাদন করব। মশক নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, শতভাগ বিশুদ্ধ, নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করব।

নগরের রিকশা ও ব্যাটারিচালিত যানবাহনগুলো চলাচলে সুষ্ঠু ব্যবস্থাপনা ও নগরের প্রতিটি সড়কে পর্যাপ্ত সড়ক বাতির ব্যবস্থা করব। এছাড়া সিটি কর্পোরেশনকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকমুক্ত নগর হিসেবে গড়ে তোলা হবে। বরিশাল নগরীকে গ্রীন সিটি হিসেবে গড়ে তোলা হবে।

কলোনিবাসীদের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি হকারদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করব।

এছাড়া পর্যাপ্ত আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা, সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন এবং বিদ্যমান কমিউনিটি সেন্টারগুলোর আধুনিকায়ন করা হবে। বরিশাল নগরীতে গ্যাস সংযোগ প্রদান, প্রতিটি ওয়ার্ডকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার মাধ্যমে বরিশালকে ডিজিটাল নগরী হিসেবে গড়ে তুলব। বয়স্ক ও প্রতিবন্ধীদের সহায়তা প্রদানসহ সরকার প্রবর্তিত সব ধরনের ভাতা যথাযথভাবে বণ্টন করা, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের নামে নগরীর রাস্তার নামকরণ করাসহ ৩৫টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত