সিলেটে দুই ট্রাকের সংঘর্ষ নিহত ১৫

প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিলেট ব্যুরো

সিলেটের দক্ষিণ সুরমায় দুই ট্রাকের সংঘর্ষের ঘটনায় বাদশাহ মিয়া (২২) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নিহত বাদশাহ মিয়া সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়ার মো. মায়েত নুরের ছেলে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন এবং হাসপাতালে নেয়ার পর নারীসহ আরো তিনজনের মৃত্যু হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।

ওই দিনের নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার আলীনগরের শিশু মিয়ার ছেলে হারিছ মিয়া, নেত্রকোণা জেলার বারহাট্টা এলাকার মৃত ইসলাম উদ্দিনের ছেলে আওলাদ হোসেন, সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়ার সিরাজ মিয়ার ছেলে মো. সৈয়ব মিয়া, শান্তিগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে দুলাম মিয়া, দিরাই মধুপুর গ্রামের সুনাই মিয়ার ছেলে সাধু মিয়া, দিরাই ভাটিপাড়ার মৃত সজিব আলীর ছেলে রশিদ মিয়া, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাবনগাঁওয়ের মৃত ওয়াহাব আলীর ছেলে শাহীন মিয়া, একই উপজেলার মুরাদপুরের হারুন মিয়ার ছেলে দুলাল মিয়া, সুনামগঞ্জ দিরাই ভাটিপাড়ার মফিজ মিয়ার ছেলে সায়েদ নুর, শান্তিগঞ্জ তলের বনত গ্রামের মৃত আমান উল্লাহ তালুকদারের ছেলে আওলাদ হোসেন তালুকদার, সুনামগঞ্জের দিরাই পাতাইয়া কাইম গ্রামের জসিম মিয়ার ছেলে একলিম মিয়া, একই উপজেলার গছিয়া গ্রামের বারিক উল্লাহর ছেলে সিজিল মিয়া, সিলেট নগরের ৬নং ওয়ার্ডের বাদামবাগিচা ১নং সড়কের ৫৯নং বাসার আব্দুর রহিমের স্ত্রী আমিনা বেগম ও সুনামগঞ্জের দিরাইয়ের সিরাজ মিয়ার ছেলে সৌরভ আহমদ।

নিহতরা সবাই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। এদিকে, দুর্ঘটনার পর সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে সাতটি টিম ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করে।