ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালের বঙ্গবন্ধু কলোনি

অগ্নিকাণ্ডে ৮ ঘর পুড়ে ছাই

অগ্নিকাণ্ডে ৮ ঘর পুড়ে ছাই

বরিশালের বঙ্গবন্ধু কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আনুমানিক ক্ষতি ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে আগুন লাগে বরিশালের বঙ্গবন্ধু কলোনিতে। কলোনির বাসিন্দা কালামের ঘরের মিটারে আগুনের সূত্রপাত। সেখান থেকে আগুন ছড়িয়ে কালাম, মিলন, জসিম, মাসুম, সালাম, মানিক, শাহিন গাজি, সুখি, রাসেল ও হারুনের বাসায়। মুহূর্তেই তা আশপাশের ঘরে ছড়িয়ে পরে সব পুরে ছাই হয়।

পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ৮টি ঘরে পুরোপুরি পুড়ে ছাই যায়। পাশাপাশি অগ্নিদগ্ধ হন ৩ জন। আহত হন আরো বেশ কয়েকজন। আগুনে আনুমানিক ৩০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাঁচ শতাধিক ঘরে ২ হাজার বাসিন্দা রয়েছেন। এর আগে গত মার্চ মাসে এ কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পাশে থাকার আশ্বাস দিয়ছেন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী খোকন সেরনিয়াবাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী চরমোনাই পীর সৈয়র ফয়জুল করীম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত