রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে ডায়রিয়ার প্রাদুর্ভাব

বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে সেনাবাহিনীর মেডিকেল দল প্রেরণ

প্রকাশ : ১১ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আইএসপিআর

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদহসহ পার্শ্ববর্তী এলাকায় বিগত কয়েকদিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত স্থানীয় বাসিন্দাদের জরুরি চিকিৎসাসেবা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি মেডিকেল দল ও দুইজন অসামরিক প্রশাসনের স্বাস্থ্যকর্মীকে প্রয়োজনীয় ওষুধ, শুকনা খাবার এবং বিশুদ্ধ খাবার পানি গত বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে প্রেরণ করা হয়েছে। মেডিকেল দলটি সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক নির্দেশনায় এবং খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে। উল্লেখ্য, লংথিয়ান পাড়া, অরুন কার্বারিপাড়া এবং শিয়ালদহসহ আশপাশের কিছু এলাকায় বিগত কয়েকদিন ধরে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরইমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুইজন মৃত্যুবরণ করেছে। গতকাল রাতে এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ তৎপরতায় আজ সকাল থেকেই আক্রান্ত এলাকাগুলোতে জরুরি চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম শুরু হয়। এছাড়া ৫৪ বিজিবির একটি, বাঘাইহাট জোনের একটি ও ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের একটি সমন্বিত মেডিকেল দল আজ ভোরে হেঁটে একই ইউনিয়নের শিয়ালদহ বিওপির দূরবর্তী দুর্গম লংথিয়ানপাড়া এবং অরুন কার্বারিপাড়ার উদ্দেশ্যে গমন করে। মেডিকেল দলগুলো এসব এলাকায় আনুমানিক তিন শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগীর মাঝে ওষুধ, স্যালাইন, শুকনো খাবার এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে। আর্তমানবতার সেবায় অসামরিক প্রশাসনের সমন্বয়ে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির এই মেডিকেল ক্যাম্পেইন ও মানবিক সহায়তা কার্যক্রম ডায়রিয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান থাকবে।