তিন দাবিতে ট্রেইনি চিকিৎসকদের মানববন্ধন

প্রকাশ : ১২ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মাসিক ভাতা ৫০ হাজার করাসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। এ সময় আগামী ১২ জুনের মধ্যে দাবি মেনে না নিলে ১৩ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির আলটিমেটাম দিয়েছে তারা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে নন-রেসিডেন্সি শিক্ষার্থীদের আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- মাসিক ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজারে উন্নীত করা, ৯ মাসের বকেয়া ভাতা পরিষদ এবং উন্নীতকরণ ভাতা নিয়মিত প্রদান করা। চিকিৎসকরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউয়) অধিনে মোট ২টি পোস্টগ্র্যাজুয়েশন কোর্স রয়েছে। এর মধ্যে রেসিডেন্সি যার কোর্স মেয়াদকাল ৫ বছর, আরেকটি হলো নন-রেসিডেন্সি, যার কোর্সের মেয়াদকাল ২ বছর। এই ২ কোর্সে যারা পড়াশোনা করেন তারা সবাই ৫ বছর এমবিবিএস বা বিডিএস ডিগ্রি করে চিকিৎসক হয়েছেন। এরপর আবার ১ বছর ইন্টার্নশিপ ডিউটির পর প্রতিযোগিতামূলক কঠিন ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে হয় এসব কোর্সে ভর্তি হয়েছেন। এসব কোর্সে চান্স পেতে একজন চিকিৎসককে ২ বছর থেকে কোনো ক্ষেত্রে ৫ বছর পর্যন্তও অপেক্ষা করতে হয় বলেও জানান তারা। তারা আরো বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য এসব পোস্টগ্র্যাজুয়েশন কোর্সে আমরা পড়াশোনা করতে আসি। কিন্তু এখানে শুধু পড়াশোনাই নয়, পাশাপাশি আমাদের সকাল থেকে সন্ধ্যা ডিউটি, ক্লাস ও গবেষণার কাজ করতে হয়।