ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

নারায়ণগঞ্জে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

নারায়ণগঞ্জ শহরে একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মো. সাইদুল ইসলাম নামে এক ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা করা হয়। গতকাল রোববার দুপুরে চাষাঢ়ায় গ্রিন লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালায় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তারা। এ সময় ডায়ানস্টিক সেন্টারের ৬ নম্বর কক্ষে চর্ম ও যৌন বিষয়ক চিকিৎসক সাইদুল ইসলামকে চিকিৎসা দেয়ার সময় হাতে নাতে আটক করা হয়। এ সময় চিকিৎসক হওয়ার বিভিন্ন কাগজপত্র দেখতে চাইলে তিনি প্র্যাকটিস করার কথা স্বীকার করেন। পরে দুপুর ২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খানমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ভুয়া এমবিবিএস প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া গ্রিন লাইফ ডায়াগনস্টিক সেন্টারকে ডাক্তার ও নার্সদের বায়োডাটা সংরক্ষণ না করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের পক্ষে ডা. একেএম মেহেদী হাসান ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত