ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত

মানুষের ভালোবাসার মর্যাদা রক্ষা করব

মানুষের ভালোবাসার মর্যাদা রক্ষা করব

বরিশাল সিটি করপোরেশনের নতুন নগর পিতা খোকন সেরনিয়াবাত নগরবাসীর উদ্দেশে বলেন, জনসাধারণ বিপুল ভোট দিয়ে বিজয়ী করেছেন। বাধা-বিপত্তি উপেক্ষা করে তারা আমাকে গ্রহণ করেছেন, এজন্য আমি চিরকৃতজ্ঞ। সর্বস্তরের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করব। আমার ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে নগরবাসীর স্বপ্ন পূরণ করব। তারা আমাকে বিশ্বাস করেছে, সেই বিশ্বাস আমি রক্ষা করবো। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার নিউ সার্কুলার রোডের বাসায় তিনি নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় নেতাকর্মীরা বাধ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে উৎসব করেন। পরে নবনির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচছা জানান সর্বস্তরের নেতাকর্মীরা। পরে সেখান থেকে নৌকার নির্বাচনি প্রধান কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন মেয়র খোকন। এর আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মুখপাত্র আমির হোসেন আমু এমপি খোকন সেরনিয়াবাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম বলেন, সুখী-সমৃদ্ধ বরিশাল গড়ার যে স্বপ্ন নগরবাসীর রয়েছে তা পূরণ করবেন নতুন মেয়র। শেখ হাসিনার উন্নয়নের মহাসড়ক থেকে নগরবাসী বিচ্ছিন্ন ছিল। এখন আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে যুক্ত হব। খোকন সেরনিয়াবাতের নেতৃত্বে বরিশালের উন্নয়ন আপনারা শিগগিরই দেখতে পাবেন। অবিলম্বে আমরা ভাঙা সড়ক মেরামত কাজ শুরু করব। পাশাপাশি যে সাতটি খালের টেন্ডার দেয়া হয়েছিল কিন্তু কাজ শুরু করতে পারিনি সেই খালগুলো খনন করা হবে। সামনে বর্ষা তারপরও এর আগে যতটুকু পারি খাল খনন করব। এতে নগরবাসী কিছুটা হলেও জলাবদ্ধতা থেকে রেহাই পাবে। স্থানীয় আওয়ামী লীগে বিভাজনের বিষয়ে জাহিদ ফারুক বলেন, দলে যদি বিভাজন থাকত তাহলে খোকন সেরনিয়াবাত এত ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারত না। যারা নৌকার বিরুদ্ধে কাজ করেছে তারা এসব কথা ছড়াচ্ছে। আমাদের দলের মধ্যে কোনো বিবেদ নেই। আমরা অতীতেও এক সঙ্গে কাজ করেছি ভবিষ্যতেও করবো। আগামী ডিসেম্বর মাসে সংসদ নির্বাচনেও নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। আমি মনে করি বরিশালবাসী এখন শান্তিতে বসবাস করবে, এখানের উন্নয়ন হবে। বরিশাল একটি সুন্দর দৃষ্টান্তের শহর হবে।

এ সময় ছাত্রলীগ নেতা অসীম দেওয়ান ও জুবায়ের আবদুল্লাহ জিন্নাহসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত