রাজধানীতে বাড়ছে ডাবের দাম

প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দাবদাহ যেন শেষ হচ্ছে না। স্বস্তির বৃষ্টির পর আবারও কিছুটা দাবদাহ বেড়েছে। এর প্রভাব অন্য কিছুতে পড়ুক আর না পড়ুক; ডাবের দামে পড়েছে। আগের থেকে ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে প্রাকৃতিক এ পানীয়। মোটাদাগে ঢাকায় এখন ডাবের দাম ১০০ ছাড়িয়ে ১৫০-এর পথে হাঁটছে। বড় মাপের ডাব ১৪০ থেকে ১৫০ টাকায়ও বিক্রি হচ্ছে। গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের চারদিকে প্রায় ১০ থেকে ১২টি ডাবের দোকান রয়েছে। সেখানে ১০০ টাকার নিচে কোনো ডাব পাওয়া যায়নি গতকাল মঙ্গলবার। বড় ডাবগুলো ১৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। অন্যদিকে কারওয়ান বাজার, বাংলামোটর, মৌচাক ও রামপুরা ঘুরে দেখা গেছে, প্রতিটি ছোট আকারের ডাব বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। মাঝারি মানের ডাবের দাম ১০০ থেকে ১২০ টাকা, আর বড় আকারের ডাব কিনতে গেলে ক্রেতাদের গুনতে হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। এরই মধ্যে কমদামের ছোট আকারের একটি ডাবে এক গ্লাস পানি হয় না। মাঝারি ডাবে এক গ্লাস পানি পাওয়া যাচ্ছে। অর্থাৎ, এক গ্লাস প্রাকৃতিক পানীয় খেতে গুনতে হচ্ছে ১০০’র উপরে। গুলিস্তানে প্রতিদিন ডাবের পানি পান করেন- এমন একজন মুক্তাদির রহমান। তিনি বললেন, বড় সাইজের একটি ডাব তিন থেকে চার বছর আগে ৫০ টাকা ছিল। এর মধ্যে প্রায় তিনগুণ দাম বেড়েছে।