ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধ সিলেট দুর্ভোগ নগরবাসীর

কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধ সিলেট দুর্ভোগ নগরবাসীর

কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে সিলেটে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। দ্রুত পানি নিষ্কাশন না হওয়ায় বৃষ্টির পানি সড়ক উপচে বাসাবাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে। গতকাল বুধবার ভোর থেকে টানা কয়েক ঘণ্টার ভারি বর্ষণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার লাউয়াই, রেলগেট, মিরের ময়দান, হাওয়াপাড়া, রাজারগলি, উপশহর, বাগবাড়ি, জালালাবাদ, যতরপুর, মাছিমপুর, বারুথখানা, তালতলা, সোনারপাড়া, পাঠানটুলসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। অনেককে বাসাবাড়ির মালামাল অন্য জায়গায় সরিয়ে নিতেও দেখা গেছে। নগরীর সোনারপাড়া এলাকার বাসিন্দা জুনেদ আহমদ বলেন, আমাদের ২১ নম্বর ওয়ার্ডে শোনা যায় কোটি কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে। কিন্তু কোথায় গেলো সেই কাজ। কয়েক ঘণ্টার বৃষ্টিতে পানি ঢুকে গেছে বাসাবাড়িতে। সেই সঙ্গে সড়কেও পানি। মানুষের কষ্টের শেষ নেই। সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, একটানা বৃষ্টির ফলে আবর্জনা নগরের অনেক ড্রেনে জমে গেছে। তাই পানি নামতে সময় লাগছে। পরিচ্ছন্ন কর্মীরা কাজ করে যাচ্ছে। আশা করছি দ্রুত পানি নেমে যাবে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ১৫১ মিলিমিটার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত