ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডাপ কাপ-আপ প্রকল্পের বার্ষিক সভা অনুষ্ঠিত

ডাপ কাপ-আপ প্রকল্পের বার্ষিক সভা অনুষ্ঠিত

শহর এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও প্রকল্পের অগ্রগতি স্টেকহোল্ডারদের জানানোর লক্ষ্যে ডাম কাপ-আপ প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর ধানমন্ডিস্থ ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক মো. সাজেদুল কাইয়ুম দুলাল। অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যের আলোকে স্বাগত বক্তব্য প্রদান করেন ডাম শিক্ষা সেক্টরের যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান। কাপ-আপ প্রকল্পের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা উপস্থাপনা করেন প্রকল্পের মনিটরিং ও ইভ্যালুয়েশন কোআরডিনেটর শেখ শফিকুর রহমান। প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মো. মোদাচ্ছের হোসেন মাসুম। প্রধান অতিথি আনজীর লিটন বলেন, যখন আপনি কোনো প্রতিষ্ঠানে যুক্ত হন তখন প্রতিষ্ঠানকে নিজের মনে করতে হবে। চাকরি করছি এটা ভাবা যাবে না। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে তাদের সাথে। আপনার চিন্তা-চেতনা ও মননে যদি তা থাকে তাহলে আপনি শতভাগ দিতে পারবেন। তখনই ওই প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে যাবে। সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডামের কাপ-আপ প্রকল্পের বেসিক এডুকেশন কো-অর্ডিনেটর, ট্রেনিং কো-অর্ডিনেটর, ফিল্ড ম্যানেজার, টেকনিক্যাল অফিসার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষা উৎসাহী ব্যক্তিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার মো. রিজওয়ান আলম। উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশনের কাপ-আপ প্রকল্প ৫ বছরে ঢাকার মিরপুর, মোহাম্মাদপুর এবং সৈয়দপুরের বস্তি-এলাকার ২৯২৫০ জন সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষাসেবা প্রদানের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত