ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহী পুলিশ কমিশনারের সঙ্গে আরএমপির চুক্তি স্বাক্ষর

রাজশাহী পুলিশ কমিশনারের সঙ্গে আরএমপির চুক্তি স্বাক্ষর

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আরএমপির চারটি অপরাধ বিভাগের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২০২৪ স্বাক্ষরিত হয়। গতকাল বুধবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে অপরাধ বিভাগসমূহের সঙ্গে পুলিশ কমিশনার আরএমপির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২৪ এর স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান। এ সময পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চারটি অপরাধ বিভাগ-বোয়ালিয়া, মতিহার, শাহমখদুম, কাশিয়াডাঙ্গার সঙ্গে আরএমপির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন। অপরাধ বিভাগসমূহের পক্ষে স্বাক্ষর করেন উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়, উপ-পুলিশ কমিশনার (শাহ্মখদুম) মো. নূর আলম সিদ্দিকী এবং উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) বিভূতি ভুষন ব্যানার্জী। এ চুক্তি স্বাক্ষরের লক্ষ্য হলো- প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০৪১ এর যথাযথ বাস্তবায়ন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত