ঘাট ও পশুর হাট হকারমুক্ত রাখবে নৌপুলিশ

প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নৌঘাট ছাড়াও পশুর হাট হকারমুক্ত রাখতে কাজ করছে নৌপুলিশ। গতকাল দুপুরে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডের নৌপুলিশ কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নৌপথের আইনশৃঙ্খলা ও নৌ ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি বলেন, ঢাকার বাইরে থেকে অসংখ্য কোরবানির পশু নৌপথে ঢাকায় আসবে, এসব পশু যেন কোনো ধরনের বাধা ছাড়া ব্যবসায়ীরা ঢাকায় নিয়ে আসতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এছাড়া পশু যেন হাটে বিক্রি করে নিরাপদে ব্যবসায়ী নিজ গন্তব্যে ফিরতে পারেন, সেই লক্ষ্যেও আমরা কাজ করব। তিনি বলেন, গতবারের ঈদটি কোনো ধরনের বড় দুর্ঘটনা ছাড়াই কেটেছে।

এবারও সমন্বিতভাবে কাজ করব, যাতে করে কোনো ধরনের নৌ-দুর্ঘটনা না ঘটে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বলেন, নদীর পাড়ের আশপাশে যে গরুর হাটগুলো বসবে, যেগুলো গুরুত্বপূর্ণ, সেটা ছোট হোক বড় হোক, যেখানে মনে হবে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন, সেখানেই আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অব্যবস্থাপনা-চাঁদাবাজি ঠেকাতেও আমাদের বিভিন্ন টিম কাজ করবে।