ঢাকা ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসির অভিযান রোববার

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসির অভিযান রোববার

ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে আগামী রোববার থেকে মাঠপর্যায়ে কাজ শুরু করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পদায়ন করা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। গতকাল করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান পদায়ন করা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন এবং আগামী রোববার থেকে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করতে নির্দেশনা দেন। এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণই প্রমাণিত কর্মপন্থা। সেলক্ষ্য আইনি বিধি-বিধানের মধ্যে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্যই আপনাদের এখানে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত