বাঘায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাঘায় মো. মিঠুন প্রামাণিক (২৮) নামের এক অস্ত্র ব্যবসায়ীর নিকট থেকে বিদেশি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, নগদ ২ হাজার টাকা উদ্ধার করেছে র‌্যাব-৫। গত বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলার বাঘা উপজেলার ভানুকর নামক এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। মো. মিঠুন প্রামাণিক রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঝলমালিয়া গ্রামের আসলাম প্রামাণিকের ছেলে। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা উপজেলার ভানুকার একটি আম বাগানের মধ্যে একজন ব্যক্তি সন্দেহজনক দ্রব্যসহ অবস্থান করছে। সংবাদ পাওয়া মাত্রই একই তারিখ ঘটনাস্থল মো. মফেজ সরদারের আম বাগানের মধ্যে (জাহাঙ্গীর মেম্বারের বাড়ি থেকে কিছুটা দূরে) পৌঁছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করে।