গাজীপুরের কালিয়াকৈরে বনের প্লট দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগীরা। গতকাল বেলা ১১টায় কাঁচিঘাটা রেঞ্জের আওতাভুক্ত জাথিলা বিট অফিসের আঙিনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় কম্বলপাড়া এলাকার আব্দুল জলিল মিয়া বলেন, এ কবির হোসেন নিজেকে অনেক ক্ষমতাধর বলে এলাকায় পরিচয় দেন। এখন আমরা টাকা ফেরত চাইলে মিথ্যা বনের মামলা দিয়ে হয়রানির হুমকি দিচ্ছেন। আমাদের আর প্লট প্রয়োজন নেই, টাকা ফেরত চাই এখন। জাথালিয়া শিমুলিয়া গ্রামের আম্বিয়া খাতুন অভিযোগ করে বলেন, জাথালিয়া বিট অফিসারের সঙ্গে কাজ করা ফ্রিম্যান কবির হোসেন এলাকার অসহায় মানুষের কাছে বনের প্লট বরাদ্দ দেয়ার নামে প্রায় ৩৫ জনের কাছ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। দীর্ঘদিন তার পেছনে ঘুরে বনের প্লটও মেলেনি টাকাও ফেরত দিচ্ছে না। জাথিলা বিট অফিসার এমদাদুল হক বলেন, কবির আমাদের ফ্রি ম্যান। তিনি যদি কারো কাছ থেকে টাকা নিয়ে থাকেন সেটি তার ব্যক্তিগত দায়। তবে এলাকাবাসী যদি লিখিত অভিযোগ করেন তাহলে ব্যবস্থা নেয়া হবে।