রংপুরে নিবন্ধন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত বাজেট প্রণয়ন, পরিচালন ও এর ব্যবহার এবং বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ২০২৩-২৪ বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। রংপুর নগরীর চিকলী ওয়াটার পার্ক কনভেনশন হলে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের পরিদর্শক মোহাম্মদ আশরাফুজ্জামান, রাজশাহী বিভাগের পরিদর্শক মোহাম্মদ জিয়াউল হক, রংপুর জেলা রেজিস্টার মোহাম্মদ আব্দুস সালাম প্রামানিক। দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় রংপুর বিভাগের আটজন জেলা রেজিস্টার, ৩৯ জন সাব রেজিস্টার এবং ১৬১ জন সহায়ক কর্মচারী অংশ নেন।