বিএনপি এখন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙছে : মেয়র
নানা ষড়যন্ত্র করে ক্ষমতায় বসতে না পেরে ভাঙা মনোবলের বিএনপি এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। গত বৃহস্পতিবার সকালে নগরীর প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছসেবক লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এ মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে দেশকে অস্থিতিশীল করার অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ভাঙচুর করেছে। বিদেশি প্রভুদের ইশারায় দেশের উন্নয়নে প্রতিহিংসায় ভোগা দেশবিরোধী অপশক্তিকে বাংলাদেশের মানুষ ’৭১ সালে যেভাবে পরাজিত হয়েছিল ২০২৪ সালেও তার ব্যতিক্রম ঘটবে না। গণতান্ত্রিক আন্দোলনের নামে আগুন সন্ত্রাস, মানুষ পুড়িয়ে মারার রাজনীতি, সরকারি ও ব্যক্তিগত সম্পদ ভাঙচুরের রাজনীতি এই চট্টগ্রামে করলে চট্টগ্রামে জনসাধারণ এ ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করবে। মেয়র এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। খবর চট্টগ্রাম ব্যুরো।
সাউদার্ন ইউনিভার্সিটিতে কর্মশালা
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের যৌথ উদ্যোগে ‘করপোরেট ওয়ার্ল্ডে কীভাবে সফল হওয়া যায়’ শীর্ষক কর্মশালা সম্প্রতি স্থায়ী ক্যাম্পাস বায়েজিদের আরেফিন নগরে অনুষ্ঠিত হয়। মূলত ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা অর্জন ও কর্পোরেট ওয়ার্ল্ড সম্পর্কে ধারণা দিতে এ কর্মশালার আয়োজন করা হয়।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সিএম আতিকুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বারাকা গ্রুপের ডেপুটি ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন) মো: আতিকুল ইসলাম চৌধুরী এবং হাইডেলবার্গ সিমেন্ট চট্টগ্রাম এর হেড অব এইচআর অ্যান্ড এডমিনিস্ট্রেশন মিজানুর রহমান। কর্মশালায় অ্যালামনাই অ্যাসোসিয়েমনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এলআইসি’র আঞ্চলিক প্রধান মো: সহিদুল ইসলাম মামুন এবং সদস্য ও নিওকন ইনোভেশন লিমিটেড-এর সিইও মো: সেলিম আজাদ। খবর চট্টগ্রাম ব্যুরো।
চবিতে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
পটিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠান সম্প্রতি চবি গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এতে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. কাজী আহমদ নবীকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি রসায়ন বিভাগের প্রফেসর ড. তাপসী ঘোষ রায়, চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার, চবি গণিত বিভাগের প্রফেসর মুহাম্মদ ফোরকান, চবি আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোলাইমান, চবি পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মুহম্মদ রাশেদ-নিজাম, চবি মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার ইসলাম ও চবি সহকারী প্রক্টর জনাব অরূপ বড়ুয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন পটিয়া স্টুডেন্টস ফোরাম-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং পটিয়া পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশীদ। খবর চট্টগ্রাম ব্যুরো।
আইআইইউসি ওরিয়েন্টেশন প্রোগ্রাম
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এম এ (ইএল, ইএলটি এবং প্রিলিমিনারি) স্প্রিং-২০২৩ সেশনের এর ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি চট্টগ্রাম শহরস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, ইংরেজি সাহিত্যে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশ ও সমাজের উন্নয়নে মনোনিবেশ করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন থেকে আইআইইউসির দায়িত্ব বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির হাতে দিয়েছেন তখন থেকেই আইআইইউসির অবকাঠামোগত ও শিক্ষার মানের আমূল- পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় আইআইইউসি বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষা জীবনে বর্তমানে কম্পিটিশনের পাশাপাশি কো-অপারেশন খুব জরুরি। তিনি ইংরেজি বিভাগের মাস্টার্স প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের ধন্যবাদ জানান উচ্চ শিক্ষার ক্ষেত্রে আইআইইউসিকে বেছে নেয়ার জন্য। ইংরেজি ভাষার পাশাপাশি মাতৃভাষায় চর্চার উপরও তিনি গুরুত্বারোপ করেন। খবর চট্টগ্রাম বুরো।